ব্রাহ্মণবাড়িয়া শহরে গুলিতে আরও ১ জনের মৃত্যু

ফন্ট সাইজ:
100%

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবক সাগর মিয়া ওরফে রাজু (৩৫) মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব বিরোধের জেরে গত বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকায় তাকে গুলি করা হয়। নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। এর আগে, গত ২৭শে নভেম্বর শহরের কান্দিপাড়ায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন (৩৫)কে বাড়ি থেকে ডেকে এনে গুলি করে হত্যা করা হয়। ১লা নভেম্বর জেলার নবীনগরে গুলিতে আরও দু’জনের মৃত্যু হয়। তারা হচ্ছেন- শিপন মিয়া (৩৮) ও ইয়াছিন (২০)। নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজার সংলগ্ন একটি রেস্তরাঁয় বসে খাবার খাওয়ার সময় স্থানীয় নূরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপন মিয়া (৩৮)কে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ ঘটনায় শিপন ছাড়াও গুলিবিদ্ধ হয় রেস্তরাঁর কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম নামে আরও একজন। পরে ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিপন ও ইয়াছিনের মৃত্যু হয়। সর্বশেষ ঘটনায় গত ১৬ই ডিসেম্বর ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে পরদিন বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় ইমন দলবল নিয়ে সাগরের ওপর হামলা করে। এ সময় সাগরকে গুলি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির ঘটনায় সাগরের বাবা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন