রাণীনগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার 

ফন্ট সাইজ:
100%

নওগাঁর রাণীনগর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় সন্ত্রাসবিরোধী আইনে ও বিস্ফোরক মামলায় শুক্রবার রাতে রাণীনগর থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২ এবং ছাত্রলীগের ১ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তিনজন হলো- উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), বড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পারইল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৬)।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানা পুলিশ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ও কাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হাবিবকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন