ফুলপুরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ফুলপুরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ফন্ট সাইজ:
100%

ময়মনসিংহের ফুলপুরে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি মুহাম্মদুল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর গোল চত্বরে গিয়ে সমাবেশ করে। অপরদিকে, একইদিনে ওসমান হাদি হত্যার প্রতিবাদে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাইযোদ্ধা ও গণঅধিকার পরিষদ ফুলপুর শাখার উদ্যোগে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন