ঘুমন্ত শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ 

ঘুমন্ত শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩

ফন্ট সাইজ:
100%

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই শিশুকন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বীথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ও বিএনপি নেতাকর্মীরা জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল। ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বীথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।  ভবানীগঞ্জ বিএনপি’র সভাপতি আজাদ হোসেন বলেন, রাতের আঁধারে বেলালের ঘরে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার দাস বলেন, এক শিশু নিহত ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন