জুমার নামাজ আদায় হলো না শরণখোলার বাদল মুন্সীর

ফন্ট সাইজ:
100%

 

: বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা গ্রামের চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা বাদল মুন্সী (৭০) নামের এক বৃদ্ধ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জান্নাত নামে আরও একজন পথচারী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও তার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রান্দায় ইউনিয়নের লাকুরতলা গ্রামের? চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। উপজেলার রায়েন্দা ইউনিয়নের তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসা সংলগ্ন  পুকুরের পাশে হাঁটার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় জান্নাত নামের আরেকজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. বাদল মুন্সীকে মৃত ঘোষণা করেন। আহত জান্নাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন