চৌগাছায় বাঁওড় থেকে কিশোরের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:
100%

যশোরের চৌগাছা উপজেলার মাশিলা বিজিবি ক্যাম্পের নিকটবর্তী ভারতীয় সীমান্তে অবস্থিত গদাধারপুর বাঁওড় থেকে জিদনী (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। জিদনী যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধারপুর গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে আবুল কালাম (৪৫) জানান, তিনি শুক্রবার সকাল ৮টার দিকে বাঁওড়ে গিয়ে ১৪/১৫ বছরের এক কিশোরের লাশ বাঁওড়ের পানিতে ভাসতে দেখেন। এ খবর তিনি মাশিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেনকে জানান। ফরিদ হোসেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমকে সংবাদ দেন। পরে চৌগাছা থানার পুলিশ ও বিজিবি সদস্যরা মিলে বাঁওড়ের পানি থেকে লাশটি উদ্ধার করেন। পরে নিহত জিদনীর প্রতিবেশী ও স্বজনরা চৌগাছায় থানায় পৌঁছে লাশটি শনাক্ত করেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গদাধার বাঁওড়ের পানিসহ উত্তর পাড় বাংলাদেশের হলেও দক্ষিণ পাড় ভারতের অংশ। ৩৯ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এর ঠিক বিপরীত পাশে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ চৌকি রয়েছে। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে হত্যা করে লাশ বাঁওড়ের পানিতে ফেলে দিতে পারে।
 জিদনীর প্রতিবেশীরা জানান, জিদনীর মা ভারতে থাকেন। আর জিদনী গত ১২ দিন ধরে নিখোঁজ ছিল। লাশ উদ্ধারের খবর শুনে আমরা এসে তা শনাক্ত করি। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন