খালেদা জিয়ার শারীরিক  অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক  অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল

ফন্ট সাইজ:
100%

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে বেশ স্থিতিশীল আছে। আজকেও উনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে। সেটিও তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন।   দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে আইসিইউ’র ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।  উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছেন। উনার সার্বিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, উনি সিসিইউতে যে কেবিনে আছেন সেখানে আইসিইউ’র সকল ব্যবস্থা রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে বলতে পারেন উনি আইসিইউতে আছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, আমি দুটি শব্দ বলেছি- একটি বলেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টি বলেছি- গতকালের তুলনায় আজকে উনার শরীরে একটা প্রসিডিউর করা হয়েছে। সেটি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। এই মুহূর্তে উনার অবস্থা স্থিতিশীল। অবনতি ঘটেনি।  

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন