মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি

গণমাধ্যমে হামলা জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত

ফন্ট সাইজ:
100%

বাংলাদেশে সাংবাদিক, সম্পাদক ও সংবাদমাধ্যমের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এক বিবৃতিতে আন্তর্জাতিক এই জোট জানায়, এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত। বিবৃতিতে বলা হয়, সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে জোটটি জোর দিয়ে উল্লেখ করে যে, সাংবাদিকদের ভীতি বা হুমকি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করার সুযোগ থাকতে হবে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি মুক্ত ও সচেতন সমাজ বজায় রাখার জন্য অপরিহার্য। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন