পাকিস্তান সরকার উত্তর ওয়াজিরিস্তানে একটি পাকিস্তানি সামরিক ক্যাম্পে গুল বাহাদুর গ্রুপভুক্ত খাওয়ারিজ ‘জঙ্গি’দের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ হামলায় চারজন পাকিস্তানি সেনা শহীদ হন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের শক্ত অবস্থান ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে আফগানিস্তানের উপপ্রধান কূটনীতিককে (ডেপুটি হেড অব মিশন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, আফগান তালেবান সরকারের পক্ষ থেকে ফিতনা আল-খাওয়ারিজ/তেহরিকে তালেবান পাকিস্তানকে (এফএকে/টিটিপি) ধারাবাহিকভাবে সহায়তা ও সুযোগ-সুবিধা দেয়া নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর ফলে পাকিস্তান-আফগান সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানো সম্ভব হচ্ছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, আফগানিস্তানে এফএকে/টিটিপি যে অনুমোদনমূলক পরিবেশে কার্যক্রম চালাচ্ছে, তা আফগানিস্তানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি এবং পাকিস্তানকে দেয়া আশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
বলা হয়েছিল, আফগান ভূমি কোনোভাবেই পাকিস্তানসহ অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। পাকিস্তান আফগানিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার পেছনে জড়িত অপরাধী ও সহযোগীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত এবং কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে আফগান তালেবান সরকারকে তাদের ভূখণ্ডে সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে সুনির্দিষ্ট, বাস্তব ও যাচাইযোগ্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার তারা সংরক্ষণ করে এবং আফগান মাটি থেকে উৎসারিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তারা বাধ্য থাকবে।ু
