ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গতকাল বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন। এতে তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহতায়ালা তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমীন
