সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে শনিবার দেশে ফিরছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের গতকাল শুক্রবার এই তথ্য জানান। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে জামায়াত আমীর তার সফর সংক্ষিপ্ত করেছেন। শনিবার সকালে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এর আগে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান গত বুধবার যুক্তরাজ্য সফরে যান। বিমানবন্দরে পৌঁছেই তিনি সরাসরি যুক্তরাজ্যের নটিংহামে দলীয় নেতাকর্মীদের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এরপর বৃহস্পতিবার পূর্ব লন্ডনে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শেখ হাসিনার পতনের পর তিনি কয়েক দফা যুক্তরাজ্য সফর করেছেন। জানা গেছে, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল তার। পবিত্র মক্কা থেকে আগামীকাল ২১শে ডিসেম্বর (রোববার) জামায়াত আমীরের দেশে ফেরার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে এটি জামায়াত আমীরের শেষ লন্ডন সফর। বৃটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে এবার লন্ডন গেছেন তিনি। বৈঠক সম্পর্কে দেশে ফিরে বিস্তারিত জানানো হবে বলে দলীয় সূত্র জানায়।
