মেসি-ইয়ামালের প্রথম লড়াই  আগামী মার্চে 

ফন্ট সাইজ:
100%

কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমায় লামিন ইয়ামালের স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন বছর আগে এখানেই স্বপ্নের বিশ্বকাপ শিরোপায় চুমু খান লিওনেল মেসি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা বিজয়ীদের মধ্যে এক ম্যাচের শিরোপার লড়াইটি মাঠে গড়াবে আগামী ২৭শে মার্চ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের মিশনে নামার আগে টানা দ্বিতীয়বার ফিনালিসিমা জয়ের সুযোগ আর্জেন্টিনার। এর আগে ২০২২-এ প্রতিযোগিতাটির ফিনালিসিমা নামকরণের পর প্রথম আসরে ইতালির সঙ্গে ৩-০ গোলে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৪-এর জুলাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতা কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এর কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইউরোপের সেরা প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে স্পেন। সেই সুবাদে প্রথমবারের মতো ফিনালিসিমায় মুখোমুখি হবে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন। 
ম্যাচটিকে ঘিরে আগ্রহের কমতি নেই ফুটবলপ্রেমীদের মাঝে। ফুটবলের অন্যতম সেরাদের একজন মেসির মুখোমুখি হবে বার্সেলোনায় তারই উত্তরসূরি ইয়ামাল। অনেকদিন ধরেই মেসিকে সর্বকালের সেরা মনে করা ইয়ামালকে মেসির মুখোমুখি দেখতে অপেক্ষমাণ ভক্তরা। 
প্রথমবারের মতো ফিনালিসিমা অনুষ্ঠিত হয় ১৯৮৫তে। তখন প্রতিযোগিতাটি পরিচিত ছিল ইউরোপিয়ান-দক্ষিণ আমেরিকান ন্যাশনস কাপ এবং আর্তেরিমো ফ্রাঞ্চি কাপ হিসেবে। সেবার উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে শিরোপা জেতে ফ্রান্স। পরেরবার ১৯৯৩তে নিজেদের ঘরের মাঠে পেনাল্টি শুটআউটে ডেনমার্কের বিপক্ষে শিরোপা তুলে ধরে আর্জেন্টিনা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন