আড়াই বছরের অপেক্ষার অবসান হলো ডেভন কনওয়ের। ২০২১-এ লর্ডসে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরির পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বি-শতকের দেখা পেলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। সেই সুবাদে তৃতীয় টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ৮ উইকেটে ৫৭৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে কিউইরা।
প্রথম দিন স্রেফ এক উইকেট নিতে পারা ওয়েস্ট ইন্ডিজ আজ দিনের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পায়। জ্যাকব ডাফিকে ফিরিয়ে দিনের শুরু করেন জেইডেন সিলস। এরপর কেন উইলিয়ামসকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ার মাঝে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান কনওয়ে। আগের দিন ১৭৮ রানে অপরাজিত থাকা কিউই ব্যাটার এদিন ব্যক্তিগত দুইশ’র ঘরে পা রাখেন ৩১৬ বলে। ইংল্যান্ডের বিপক্ষে ২০২১-এর জুনে লর্ডসে নিজের প্রথম টেস্ট ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেন ৩৪ বছর বয়সী কনওয়ে। সেদিন কাটায়-কাটায় ২০০ রানে থামেন কনওয়ে। সেটিই ছিল এতদিন লাল বলে তার ক্যারিয়ার সেরা ইনিংস। এদিন উইলিয়ামসের পর (৩১) দ্রুতই ফেরেন কনওয়েও। ৩৬৭ বলে ২২৭ রানে শেষ হয় এ বাঁহাতি ব্যাটারের ইনিংস। প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে থাকা কনওয়ে ইনিংসটি সাজান ৩১টি চারে। দলের বাকিদের আসা-যাওয়ার দিন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন রাচিন রবীন্দ্র। গ্লেন ফিলিপসকে নিয়ে দলীয় পাঁচশ’ রান পার করেন তিনি। চা বিরতির পরই ফিলিপস (৩৯) ফিরলে ভাঙে তাদের ৬১ রানের জুটি। অষ্টম উইকেটে শেষ পর্যন্ত এজাজ প্যাটেলকে নিয়ে রবীন্দ্রর ৩৯ বলে ৩৯ রানের জুটিতে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এর আগে ৯২ বলে ফিফটি পূরণ করা রবীন্দ্র অপরাজিত থাকেন ১০৬ বলে ৭২ রানে। ৩০ বলে ৩০ রানের ওয়ানডেসুলভ ইনিংসে অপরাজিত থাকেন এজাজ।
এদিন অভিজ্ঞ পেসার ও আগের দিনের একমাত্র উইকেটের দেখা পাওয়া কেমার রোচকে ছাড়া দিনের শুরু করতে হয় ক্যারিবিয়ানদের। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে এদিন মাঠেই নামতে পারেন তিনি। অসুস্থ অনুভব করেন ক্যারিবিয়ানদের অভিজ্ঞ ব্যাটার শাই হোপও। এদিন সফরকারীদের হয়ে ২টি করে উইকেট নেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও জাস্টিন গ্রেভস।
