এবার উদীচী  কার্যালয়ে  আগুন 

ফন্ট সাইজ:
100%

রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ভাঙচুরও চালায়। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, তোপখানা রোডের উদীচী অফিসে ৭টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৭টা ৪৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে বলেন, উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর বলেন, আমাদের কার্যালয়ে আগুন জ্বলছে। আমাদের কক্ষটি একটু ভেতরের দিকে। সেই কক্ষেও আগুন লেগেছে। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন