পুত্রসন্তানের মা হলেন কমেডিয়ান ভারতী সিং। গতকাল ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শুটিং করার কথা ছিল তার। তিনি সেখানে উপস্থিতও হন। কিন্তু আচমকাই তার শরীরে সমস্যা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তার স্বামী হর্ষ। এরপর সেখানেই তিনি জন্ম দেন শিশুপুত্রের।
