দুই বছর পর বাবা-ছেলের দেখা

দুই বছর পর বাবা-ছেলের দেখা

ফন্ট সাইজ:
100%

 

: সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ওমরাহ পালন করতে গিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। সেখানেই দুই বছর পর ছেলে ফারদিনের সঙ্গে দেখা হলো তার। একটি ভিডিওতে দেখা গেছে, বাবা-ছেলে দু’জন দু’জনকে জড়িয়ে ধরে কাঁদছেন। এরপর একসঙ্গে ওমরাহ পালনও করেন সানি-ফারদিন। ওমর সানি বলেন, ফারদিন দুই বছরেরও অধিক সময় ধরে দেশের বাইরে। ও দুবাইতে অসাধারণ কাজ করছে। জেদ্দাতে ওর সঙ্গে একটা মিলনমেলা হলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন