রাশিদ পলাশ পরিচালিত নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’র প্রথম ঝলক প্রকাশ হলো। একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে এর গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে ছবির বেশির ভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে। সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। তামজিদ অতুলের গল্প-ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনায় লাইভ টেকনোলজিস।
