অক্ষয় কুমার ও বিদ্যা বালানের অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই প্রশংসিত বলিউডে। পরিচালক অনীশ বাজমির নতুন একটি কমেডি ছবিতে আবারো একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তারা। তবে ছবির নাম এখনো ঠিক হয়নি। তাদের অভিনীত বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল। শেষবার এই জুটিকে বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ ছবিতে।
